None

25 September, 2025
None None
None

🌟 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

English Medium School প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। আমরা শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্ব দিই।

📚 পাঠ্যক্রম

আমাদের স্কুলে Cambridge Curriculum সহ আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা English, Mathematics, Science, ICT, History, Geography, Bangla এবং Arts বিষয়ে জ্ঞান অর্জন করে। এছাড়াও Debate, Presentation এবং Project-based learning এর মাধ্যমে তাদের ব্যবহারিক দক্ষতা বাড়ানো হয়।

👩‍🏫 শিক্ষক-শিক্ষিকা

আমাদের স্কুলে রয়েছে দক্ষ, অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা। তাঁরা শিক্ষার্থীদের শুধু পাঠদানই নয়, বরং তাদের শেখার প্রতি আগ্রহ, কৌতূহল এবং আত্মবিশ্বাস জাগ্রত করেন।

🏢 অবকাঠামো ও সুযোগ-সুবিধা

  • ডিজিটাল শ্রেণিকক্ষ (Smart Classrooms)

  • বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব

  • সমৃদ্ধ গ্রন্থাগার (Library)

  • খেলার মাঠ ও Indoor Games সুবিধা

  • সাংস্কৃতিক কার্যক্রম ও ক্লাব (Debate Club, Science Club, Art Club)

🎯 সহশিক্ষা কার্যক্রম

আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র বইয়ের পড়াশোনা যথেষ্ট নয়। তাই শিক্ষার্থীদের জন্য রয়েছে—

  • ক্রীড়া প্রতিযোগিতা

  • সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শিক্ষাসফর (Study Tour)

  • সামাজিক ও সেবামূলক কার্যক্রম

🌍 আমাদের দর্শন

আমরা বিশ্বাস করি “Education is not preparation for life; education is life itself.”
English Medium School শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলে যাতে তারা জ্ঞান, দক্ষতা এবং চারিত্রিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে সমাজ ও বিশ্বে ইতিবাচক অবদান রাখতে পারে।

ব্লগ তালিকায় ফিরে যান